অবশেষে সামনে সেই মাহেন্দ্রক্ষণ। ৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। শিরোপা লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? টি-টোয়েন্টি ফরম্যাটে কোন দল এগিয়ে? সাম্প্রতিক পরিসংখ্যান নিঃসন্দেহে ভারতের পক্ষে। এবারের আসরে দুইবারের দেখায় দুইবারই পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে ভারত। ফাইনালে তাই তারাই ফেবারিট। শুধু সাম্প্রতিক ফর্মের বিচারেই নয়। টি-টোয়েন্টিতে ভারত সবসময়ই পাকিস্তানের বিপক্ষে এগিয়ে। পরিসংখ্যান তাই বলছে। ভারত-পাকিস্তান টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। পাকিস্তান জিতেছে মাত্র ৩ ম্যাচ, ভারতের জয় ১১টিতে। একটি ম্যাচ হয়েছে টাই। সবশেষ পাঁচ ম্যাচে ভারত জিতেছে...