ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব আলী লারিজানি বলেছেন, লেবানন পুনর্গঠনে ইরানসহ অন্যান্য দেশ ভূমিকা রাখছে। এছাড়া দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতটাই শক্তিশালী যে তাদের কারও কাছ থেকে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) বৈরুতে লেবানন ও ইরানি সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে লারিজানি লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেন। ইরান-সৌদি সম্পর্ক এবং হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর আমন্ত্রণ প্রসঙ্গে লারিজানি বলেন, ‘আমি নাঈম কাসেমের উদ্যোগকে পছন্দ করি ও শ্রদ্ধা জানাই।‘ তিনি সাংবাদিকদের বলেন, ‘সৌদি সরকার একটি ভ্রাতৃপ্রতীম ও মুসলিম সরকার, আমাদের মধ্যে পরামর্শ হয়। এখন পরস্পরকে সহযোগিতার সময়, কারণ ইসলামি বিশ্ব একটি অভিন্ন শত্রুর মুখোমুখি।’ লারিজানি বলেন, ‘শেখ নাঈম কাসেমের...