পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দিয়েছে। কোম্পানিগুলো হলো- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, এনভয় টেক্সটাইল, ও অ্যাপেক্স ফুটওয়্যার। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। রবিবার (২৮ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ও শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিভিও পেট্রোকেমিক্যাল: কোম্পানিটির পরিচালন পর্যদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ নগদ লভ্যাংশ, বাকি ৯ শতাংশ বোনাস। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৮২ টাকা। আর গত ৩০ জুন...