ভারত-পাকিস্তান মানেই ক্রিকেটে মহারণ। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই ফাইনালে দেখা মেলে বিরলভাবেই। ২০২৫ সালের এশিয়া কাপের ফাইনাল ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটি আরও বাড়িয়ে দেয় একটি ঐতিহাসিক স্মৃতি—২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ওভালে সে দিনটিই ছিল শেষবার যখন কোনো বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। আর সে স্মৃতি এখনো দগদগে ভারতের ক্রিকেটপ্রেমীদের মনে।ওভালের অবিস্মরণীয় দিনলিগ পর্বে পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েছিল বিরাট কোহলির ভারত। তাই ফাইনালে তারা ছিল স্পষ্ট ফেভারিট। কিন্তু পাকিস্তান, যাদের বলা হয় ‘অপ্রত্যাশিতদের দল’, সেদিন একেবারে উল্টে দেয় ছবিটা। ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরি (১১৪), আজহার আলি ও হাফিজের অর্ধশতকে ভর করে পাকিস্তান তোলে ৩৩৮ রান। অথচ ফখরকে ৩ রানে ফেরানোর সুযোগ ছিল ভারতের হাতে—জাসপ্রিত বুমরাহর বলে ক্যাচ হলেও তা দাঁড়িয়ে যায় নো-বল। ইতিহাসের মোড় সেখানেই...