ঝলমলে আভিজাত্য, আত্মবিশ্বাসে ভরপুর ভঙ্গি আর অনন্য সৌন্দর্য-সব মিলিয়ে রানী মুখার্জি আজও বলিউডের ফ্যাশন দুনিয়ায় এক অপ্রতিরোধ্য নাম। রেড কার্পেট হোক বা সাধারণ কোনো উপস্থিতি, তিনি সবসময়ই ছড়িয়ে দেন সেই বিশেষ বস বেব ভাইবস, যা অন্য কারও সঙ্গে তুলনা করা কঠিন। ফ্যাশনে তার স্বকীয়তা, সাজে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন আর ব্যক্তিত্বে এক অদম্য শক্তি-সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন সত্যিকারের স্টাইল আইকন। ছবি: ইনস্টাগ্রাম থেকে রানীর পোশাক নির্বাচনে সবসময় দেখা যায় এক ধরনের স্বকীয়তা। তিনি কখনো অতি জাঁকজমকপূর্ণ সাজে মুগ্ধ করেছেন, আবার কখনো একেবারে সাদামাটা অথচ মার্জিত পোশাকে দিয়েছেন ঝলকানি। আসলে রানীর সবচেয়ে বড় ফ্যাশন স্টেটমেন্ট হলো তার আত্মবিশ্বাস। তিনি যা-ই পরেন, তা হয়ে ওঠে তার ব্যক্তিত্বের সম্প্রসারণ। রানী মুখার্জিকে প্রায়ই দেখা যায় শাড়ি কিংবা ঐতিহ্যবাহী পোশাকে। তবে সেই শাড়ি শুধু...