এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে হতে যাওয়া এই ফাইনালে মাঠে নামার আগে কাগজে-কলমে এগিয়ে ভারত। তবে পাকিস্তানকেও হালকাভাবে দেখার সুযোগ কম। সর্বশেষ দুই দল ফাইনালে খেলেছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। সেবার জিতেছিল পাকিস্তানই। আর টুর্নামেন্টজুড়ে ছন্দে না থাকলেও পাকিস্তানের ফাইনালে জ্বলে ওঠার দৃষ্টান্ত তো ১৯৯২ বিশ্বকাপ আর ২০০৯ টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও আছে। এখন দেখার বিষয়, আজ ফাইনালে কোন একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান, ভারতের একাদশই বা কেমন হবে? ফাইনালে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। মানে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ পাকিস্তান খেলিয়েছে, সেই দল ভারতের বিপক্ষে খেলতে পারে। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে খেলবেন ফখর জামান। তিনে খেলতে পারেন সেই সাইম আইয়ুবই। এশিয়া কাপে ৬ ম্যাচে ৪ শূন্যসহ মাত্র ২৩ রান করেছেন...