বিদেশে উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও ভবিষ্যতের নিরাপদ গন্তব্য হিসেবে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র ও কানাডা। এবার সেই স্বপ্নপূরণকে আরও সহজ ও সুসংগঠিত করতে এক প্ল্যাটফর্মে কাজ করছে গ্লোবাল পাথওয়ে এক্সপার্ট লিমিটেড (জিপিইএল)শুধু ভর্তি নয়, বরং একজন শিক্ষার্থীর বিদেশে পড়াশোনা থেকে শুরু করে ক্যারিয়ার গড়ার প্রতিটি ধাপে সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র ও কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি, ভিসা প্রসেসিং, এসওপি লেখার গাইডলাইন, ইন্টারভিউ প্রস্তুতি সবকিছুতেই থাকছে একসঙ্গে সহযোগিতা।গ্লোবাল প্যাথওয়ে এক্সপার্ট লিমিটেড বিদেশে উচ্চশিক্ষার যাত্রাকে করে তোলে সহজ ও সুগম। ২০০+ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব রয়েছে তাদের। যুক্তরাষ্ট্র, কানাডা ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া-সব দেশ এখন এক প্ল্যাটফর্মে। অভিজ্ঞ কাউন্সেলরদের কাছ থেকে হাতে-কলমে সহায়তাও পাওয়া যাবে প্রতিষ্ঠানটিতে।এক বিবৃতিতে তারা বলেন, ‘বিদেশে পড়াশোনার স্বপ্ন ভর্তি পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা জীবন গড়ার...