সাম্প্রতিক সময়ে অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানিজম’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাদের প্রকাশিত একাধিক গান শ্রোতাদের মনে দাগ কেটেছে। তবে ব্যান্ডের সাম্প্রতিক একটি গান ঘিরে উঠেছে বিতর্ক।গানটির মঞ্চ পরিবেশনায় অনির্বাণ গাইতে গিয়ে বলেন— ‘মোদির নাকি টেনশন’ এবং পরের এক লাইনে উঠে আসে, ‘রেগে যাবে কুনাল ঘোষ’। এ অংশ নিয়েই ক্ষোভে ফেটে পড়েন নরেন্দ্র মোদি ও কুনাল ঘোষের সমর্থকরা।এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মত দেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, ‘দেখুন, এই অতি বামটামরা কী বলছে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। রাজনৈতিক নেতাদের নিয়ে তীর্যক মন্তব্য বা মজা—এসব নতুন কিছু নয়। কিন্তু আসল কথা হচ্ছে, অনির্বাণ যাদের হাতে নিজের কাজ হারাল, তৃণমূলের হুলি গ্যাংদের বিরুদ্ধে সে কেন মুখ খোলেনি? সেখানে তার শিরদাঁড়াটা কোথায় গেল?’রুদ্রনীল আরও যোগ করেন, ‘অনির্বাণ অভিনয়...