চীন আবারও অবকাঠামো খাতে নতুন রেকর্ড গড়ল। বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ রোববার আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ফলে একই প্রদেশের আরেকটি বিখ্যাত সেতু ‘বেইপানজিয়াং ব্রিজ’ পেছনে পড়ে এখন দ্বিতীয় স্থানে নেমে গেছে।চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য প্রদেশ গুইঝোতে অবস্থিত এ সেতুটি একটি বিশাল নদী ও গিরিখাদের ওপর নির্মিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৬২৫ মিটার (২,০৫১ ফুট), যা পূর্বের রেকর্ডধারী ৫৬৫ মিটার উঁচু বেইপানজিয়াং সেতুকে ছাড়িয়ে গেছে।রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সরাসরি ড্রোন ফুটেজে দেখা যায়—মেঘে ঢাকা আকাশের নিচে নীল রঙের বিশাল সাপোর্ট টাওয়ারের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রকৌশলী, স্থানীয় কর্মকর্তা ও সাধারণ মানুষ একত্রিত হয়ে নিজেদের গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন।গুইঝো প্রাদেশিক পরিবহন দপ্তরের প্রধান ঝাং ইয়িন জানান, এই সেতুর উদ্বোধনের ফলে দুই পাশের...