আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুই ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে একমাত্র নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ। সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইপর্বে ভিয়েতনামে চমক দেখিয়েছিলেন জায়ান। বয়সভিত্তিক দলের পর এবার সিনিয়র জাতীয় দলেও জায়গা করে নিলেন তিনি। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তবে ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহমিদুল ইসলাম কয়েক দিন পর ক্যাম্পে যোগ দেবেন। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দুটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে। তাই এই স্কোয়াড থেকেই বাছাই করা হবে চূড়ান্ত দল। ঘোষিত দল: মিতুল মারমা, ইব্রাহীম, আল আমিন, কাজেম শাহ, মোরসালিন, সুজন হোসেন, মেহেদী হাসান,...