ঢাকা: নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে উদ্দেশ করে এই আহ্বান জানান বলে জানিয়েছে আল আরাবিয়া।আরাগচি এ সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, “স্যাংশনস কমিটি বা বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক নিষেধাজ্ঞা কার্যকর করার যেকোনো প্রক্রিয়া বা তা পুনরায় চালুর প্রচেষ্টা রোধ করতে আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি।”তিনি আরও স্পষ্টভাবে উল্লেখ করেন, “জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল, সম্প্রসারণ বা প্রয়োগের কোনো প্রচেষ্টাকেই স্বীকৃতি দেবে না তেহরান।”উল্লেখ্য, এক দশক আগে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত একটি চুক্তির পর জাতিসংঘ ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া একটি চিঠিতে অভিযোগ করেছে, ইরান চুক্তির শর্ত পূরণে ব্যর্থ...