ঢাকা: দখলদার ইসরায়েল পাকিস্তানি একটি ক্রুবাহী ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাংকারটি চলতি মাসের শুরুর দিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস আল-এসা বন্দরে নোঙর করেছিল। হামলাটি ঘটে গত ১৭ সেপ্টেম্বর।শনিবার (২৭ সেপ্টেম্বর) এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাহাজটিতে মোট ২৭ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৪ জন পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কার এবং একজন নেপালের নাগরিক। তিনি জানান, হামলার সময় পাকিস্তানি ক্যাপ্টেন মুখতার আকবরও জাহাজে উপস্থিত ছিলেন।মহসিন নাকভি আরও বলেন, “ইসরায়েলের ড্রোন হামলায় ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটি আন্তর্জাতিক সমুদ্র আইনের গুরুতর লঙ্ঘন।”ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুতি বিদ্রোহীরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে...