এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের আগে চলে আসছে বিভিন্ন ম্যাচের স্মৃতি, নানা ঘটনা। এই এশিয়া কাপের মঞ্চেই ভারতের একটা অদ্ভুত ঘটনাও তার একটা। ২০০৪ সালের সেই এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াইয়ে বিশাল ব্যবধানে হেরেছিল ভারত, সেটা ছিল ইচ্ছাকৃতভাবেই, এবং সে হারের ব্যবধান দেখে বেশ আনন্দও পেয়েছিল দলটা! কলম্বোয় সুপার ফোরের অঘোষিত সেমিফানালে মাঠে নেমেছিল দুই দল। সেই এশিয়া কাপে বাংলাদেশ সুপার ফোরে সব ম্যাচ হেরেছিল, স্বাগতিক শ্রীলঙ্কা জিতেছিল সব ম্যাচ। তাই কার্যত এই ম্যাচের ফলই ভারত বা পাকিস্তানের কোনো এক দলকে তুলে দিত ফাইনালে। সে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজামাম-উল-হক টস জিতে ব্যাটিং নেন। লো স্কোরিং সব ম্যাচের জন্য কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের তখন বেশ দুর্নাম ছিল, গড়পড়তা প্রথম ইনিংসের রান ছিল ১৯১। সেই এক মাঠে শোয়েব মালিক...