আমাদের ত্বকের বিভিন্ন জায়গায় ব্রণের সমস্যা হতে পারে। ব্রণ দূর করতে নানা উপকরণ ও পণ্য ব্যবহার করেন অনেকে। এছাড়া ব্রণে হাত বা নখ দেওয়ার একটি প্রবণতাও দেখা যায়। অনেকেই আবার ব্রণ ফাটিয়ে ফেলেন। কিন্তু মুখের একটি বিশেষ স্থানের ব্রণ ফাটালে, তা প্যারালাইসিসসের কারণ হতে পারে বলে জানিয়েছেন আমেরিকান হলিস্টিক প্লাস্টিক সার্জন ড. অ্যান্থনি ইউন। ইনস্টাগ্রামে একটি ভিডিওতে তিনি জানান, মুখের ব্রণ ফাটানোর অভ্যাস থেকে নানারকম সমস্যা হতে পারে। কিন্তু দুই ভ্রুর মাঝে যদি কোনো ব্রণ তৈরি হয়, তাহলে তা না ফাটানোই ভালো। অন্যথায় প্যারালাইসিসও হতে পারে। দুই ভ্রুর সংযোগস্থলে দেহের গুরুত্বপূর্ণ কিছু স্নায়ু মিলিত হয়। এই স্নায়ুগুলো সরাসরি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। ফলে এখানকার কোনো ব্রণ ফাটালে বা খুঁটলে সেই সংক্রমণ সরাসরি মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে। ফলে মুখে প্যারালাইসিস হতে পারে।...