ইউক্রেনের রাজধানী কিয়েভ আবারো রাতভর রাশিয়ার ‘ব্যাপক হামলা’-এর শিকার হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস এ তথ্য জানান। খবর বিবিসির। মেয়র জানান, রুশ হামলায় একটি বহুতল ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। কমপক্ষে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরো পড়ুন:রাশিয়ার দখলে থাকা সব অঞ্চল ফিরে পেতে পারে ইউক্রেন: ট্রাম্পরাশিয়ার বিরুদ্ধে এবার রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার দখলে থাকা সব অঞ্চল ফিরে পেতে পারে ইউক্রেন: ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে এবার রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনজুড়ে হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এর জবাব আরো কঠোর করতে হবে।” এর আগে গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ বন্ধ করার কোনো লক্ষণ রাশিয়ার নেই। কারণ তারা ন্যাটো সামরিক জোটের অন্তর্ভুক্ত...