প্রায় দুই মাস যুক্তরাষ্ট্র থাকার পর ক’দিন আগেই দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। দেশে ফিরেই তার নতুন সিনেমা সোলজার-এর জন্য নিজেকে প্রস্তুত করছেন। প্রস্তুতির বড় অংশ হিসেবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার নতুন লুক। আরেক দফা লুক পরির্বতন করে শাকিব খান স্যোশাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছেন। গাঢ় সবুজ রঙের পোশাকের সঙ্গে চাপ দাড়ি, শাকিবের এই লুক নেটিজেনদের নজর কাড়ছেন। অনুমান করা হচ্ছে সোলজার ছবিতে শাকিবকে এই লুকেই দেখা যাবে। নির্মাতা সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর থেকে সোলজারের শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নেবেন শাকিব। ইতিমধ্যে ‘সোলজার’ টিম সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এমনকি শাকিব, তিশা, ঐশী, এবিএম সুমন ছাড়াও কাস্টিংয়ে চমক রেখেছে। দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে ‘সোলজার’। বাংলাদেশ ছাড়াও ছবিটির শুটিং হওয়ার...