বিক্ষোভকারীদের ভাষ্য, ২০২৪ সালের মে মাসের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো প্রায় ১৭ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি। বিদেশে যেতে অনেকেই ৫ থেকে ৬ লাখ টাকা ঋণ করেছিলেন। বর্তমানে তারা নিঃস্ব হয়ে গেছেন।তাদের দাবি, সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।এদিন বিক্ষোভ সমাবেশে ৫ দফা দাবি উত্থাপন করেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। দাবিগুলো হলো-১. ৩১ মে এর আগে যাদের ই-ভিসা ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে...