এবার 'আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার' পেয়েছেন কথাসাহিত্যিক সৈয়দ কামরুল হাসান ও লেখক, প্রাবন্ধিক ও নাট্যকার গোলাম শফিক। আবু খালেদ পাঠান ফাউন্ডেশন প্রবর্তিত এই পুরস্কারটি দেওয়া হল দ্বিতীয়বারের মত। ঢাকার বাংলামটরে শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুরস্কারপ্রাপ্ত লেখকদের পুরস্কারের নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও শংসাবচন তুলে দেওয়া হয়। প্রশংসাবচন পাঠ করেন মার্জিয়া লিপি ও অর্চনা সাহা। অনুষ্ঠানের শুরুতেই গত বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপর একটি ভিডিওচিত্র দেখানো হয়। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন কবি কফিল আহমেদ ও আফরোজা সোমা। মার্জিয়া লিপির সঞ্চলনায় অনুষ্ঠানে পুরস্কার প্রদান শেষে গান পরিবেশন করেন সর্বপ্রাণ বোধের শিল্পী ও কবি কফিল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল...