লতা মঙ্গেশকর: কৈশোরে বাবা হারানো মেয়েটি আজ সঙ্গীতের দেবী NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মেয়েটির বয়স ছিল তখন মাত্র ১৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেলেন। সংসারে নেমে এলো অন্ধকার। ভবিষ্যৎ অনিশ্চিত। পাঁচ ভাই-বোনের বড় সংসার। মা ছিলেন গৃহিনী। বাবার মৃত্যুর ধাক্কাটি তাই বেশ জোরালো আঘাত করে সংসারের খুঁটিতে।তখন তার বাবার বন্ধু নির্মাতা মাস্টার বিনায়ক এগিয়ে আসেন তাদের সংসারের পাশে। তাকে একজন গায়িকা ও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেন, অনুপ্রেরণা দেন। ছোট্ট মেয়েটি দৃঢ় প্রত্যয়ে নেমে পড়লেন কাজে। ছুটলেন গানের পেছনে।কিন্তু নিয়তির খেল কিছু মানুষের জন্য খুব একটা সহজ হয় না। তার জন্যও হয়নি। তার কণ্ঠ ছিল বেশিই সরু। যার কারণে তেমন কেউই তাকে পাত্তা দেয়নি। প্রথম সুযোগটা আসে ১৯৪২ সালে।...