রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয়ের পর ভারতের জাতীয় ক্রাশ খ্যাতি পান বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। এরপর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে বলিউডে তার যাত্রা ও লড়াইয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই নায়িকা। তৃপ্তি বলেন, শিল্পে বাইরের মানুষ হিসেবে টিকে থাকা মোটেও সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে প্রতিদিন তিন-চারটি অডিশন দিতেন টানা দেড় বছর ধরে। তার ভাষায়, ‘অডিশন আমাকে ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়েও বেশি নার্ভাস করে তোলে, কারণ সেখানে মাত্র এক-দুই টেকেই চরিত্র ফুটিয়ে তুলতে হয়। এত মানুষের সামনে কম ব্রিফিং নিয়েই চরিত্রকে জীবন্ত করে তোলা সত্যিই কঠিন।’আরও পড়ুনআরও পড়ুনচীনা ব্যায়াম শেখালেন মালাইকা তিনি আরও বলেন, ‘কাজ পাওয়ার পর নতুন দায়িত্ব শুরু হয়—সবসময় অভিনয়ে নতুনত্ব ধরে রাখা। যাতে দর্শক বিরক্ত না হয় এবং আমিও যেন একঘেয়েমিতে ভুগি না।...