২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম উপমহাদেশের সংগীত জগতের অনন্য এক নাম লতা মঙ্গেশকর। কিংবদন্তি এই কণ্ঠশিল্পী শুধু ভারত নয়, বিশ্বব্যাপী পরিচিত ছিলেন ‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ নামে। অর্ধশতাব্দীর বেশি সময় ধরে তিনি ভারতীয় চলচ্চিত্রের সংগীতকে সমৃদ্ধ করেছেন অসংখ্য কালজয়ী গানে। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন প্রয়াত এই কিংবদন্তি সংগীতশিল্পী। ছোটবেলা থেকেই গানের প্রতি অগাধ ভালোবাসা ছিল তার। মাত্র ১৩ বছর বয়সে মারাঠি ছবিতে প্রথম প্লেব্যাক করেন। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ সংগীতজীবনে তিনি এক হাজারের বেশি হিন্দি ছবিতে গান করেছেন। শুধু হিন্দিই নয়, ভারতের ৩৬টি ভাষায় প্রায় ৩০ হাজার গান উপহার দিয়েছেন এই মহারথী শিল্পী। বাংলাতেও রয়েছে তার বহু জনপ্রিয় গান। লতা মঙ্গেশকর ছিলেন সংগীত পরিবার থেকে...