শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের টহলরত সদস্যরা গারো পাহাড়ের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আনা ১২ লক্ষাধিক টাকার ভারতীয় গরু ও কসমেটিক্সসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতভর পৃথকভাবে ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাই মালামাল জব্দ করে বিজিবি।বিজিবি সুত্র জানায়, ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ও মায়াঘাসী। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া, নামছাপাড়া ও বেতলতী এলাকার সীমান্ত পথে ভারত থেকে গরুসহ বিভিন্ন মালামাল চোরাই পথে বাংলাদেশে নিয়ে আসছিল চোরাকারবারিরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ওইসব মালামাল জব্দ করতে সক্ষম হন।জব্দকৃত এসব মালামালের মধ্যে রয়েছে- ৬টি ভারতীয় গরু, ৬১৪ পিস জনসন...