‘নির্বাচনে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না জেনেই পিআর পদ্ধতি নিয়ে পরিকল্পনামুলক অস্থিরতা তৈরি করতে চাইছে। জামায়াত চায় না বিএনপি ক্ষমতায় এসে ঠিকমতো দেশ চালাক।’—সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেন চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ। ডা. সায়ন্থ বলেন, ‘এই নির্বাচনে অন্তত জামায়াত ইসলামের রাষ্ট্র ক্ষমতায় যাবার কোনো সম্ভাবনা নাই। এখন বিএনপি একমাত্র বড় দল, তারা যদি তাদের সমমনাদের নিয়ে যায়, তাদের যাতে শান্তিতে পাঁচ বছর দেশটা চালাতে না দিতে হয়, আগেই যাতে ওই সরকার ভেঙে দেওয়া যায়, ইনটেনশন হচ্ছে একমাত্র এটা। আর কিছু ভাবার কোনো কারণ, কোন রাজনৈতিক পর্যবেক্ষণে আসে না।’ ডা. সায়ন্থ বলেন, ‘শ্রীলঙ্কায় এবং নেপালের যে পিআর পদ্ধতি ছিল আমাদের দেশের কাছাকাছি আর্থসামাজিক অবস্থান রাজনৈতিক অবস্থান সেখানে পিয়ার...