সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৫ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মূসা হাসান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা ৫ দিন ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ রাখবে জানিয়ে চিঠি দিয়েছে। আমরাও চিঠি ইস্যু করে বন্ধ রাখার কথা এ স্থলবন্দরের ব্যবসায়ীদেরকে জানিয়েছি। সে অনুযায়ী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত পাঁচ দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (৪ অক্টোবর) থেকে পুরোদমে বন্দরের ব্যবসা কার্যক্রম পুনরায় চালু করা হবে। ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল হাসান বলেন, পূজায় ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। তবে এ সময় দুই দেশের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সচল থাকবে।আরও পড়ুনআরও পড়ুনফ্যাসিবাদের ইন্ধনে সুপরিকল্পিতভাবে সন্ত্রাসীদের দ্বারা পাহাড়ে শান্তি...