এআই, মিক্সড রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার জন্য রোবট তৈরির করবে মেটা। রোবটটি দেখতে মানবাকৃতি বা হিউম্যানয়েড হবে বলে জানা গেছে। এরই মধ্যে রোবটের যন্ত্রাংশ ও সফটওয়্যার তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সফটওয়্যার উন্নয়নের জন্য একটি দলও গঠন করেছে প্রতিষ্ঠানটি। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘মেটা নিজস্ব প্রয়োজনে রোবট তৈরির উদ্যোগ নিচ্ছে না, তারা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও সফটওয়্যার তৈরি করবে। তবে মেটা ব্র্যান্ডের কোনো রোবট বাজারে আসবে না।’’আরো পড়ুন:কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসনছাত্রদল নেতার চুরি যাওয়া মোবাইল থেকে আপত্তিকর পোস্ট কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন ছাত্রদল নেতার চুরি যাওয়া মোবাইল থেকে আপত্তিকর পোস্ট মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওয়ার্থ এক অভ্যন্তরীণ নথিতে জানিয়েছেন, ‘‘রিয়েলিটি...