ঢাকা: সরকারবিরোধী বিক্ষোভে এখনও উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময়, দেশের জেন-জি তরুণরা প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে আবারও রাস্তায় নামে। এর এক সপ্তাহ আগে রাজধানীতে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ হয়, যেখানে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, প্রতিবাদী ও সাংবাদিক আহত হন।এই আন্দোলনের সূত্রপাত হয় ২০ সেপ্টেম্বর, যখন পেরুর পেনশন ব্যবস্থায় এমন একটি সংস্কার আনা হয়, যা ১৮ বছরের ঊর্ধ্বে সকল পেরুবাসীর জন্য পেনশন প্রদানকারীর সাথে যুক্ত হওয়া বাধ্যতামূলক করেছে। তবে এই বিক্ষোভের পেছনে শুধু এই সংস্কার নয়, প্রেসিডেন্ট বোলুয়ার্তে ও কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভও বড় ভূমিকা পালন করেছে।দূর্নীতি, চাদাবাজি, সহিংসতা’সহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পতনের দাবিতে সপ্তাহখানেক ধরে বিক্ষোভ করছে দেশটির তরুণ প্রজন্ম। সরকার পতনের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না, জানায় পেরুর ‘জেন জি’...