২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম রাজধানী ঢাকার উপকণ্ঠ ঘেঁষা গুরুত্বপূর্ণ শহর নারায়ণগঞ্জ, এই শহরই শিল্পসমৃদ্ধ, তবে ঘনবসতিপূর্ণ। যদিও অপরিকল্পিত নগর কারণে যানজট ও পরিবহন খাতের বিশৃঙ্খলা এই শহরের নিত্যসঙ্গী। এ অবস্থার পরিবর্তন ঘটাতে মদনপুর এমআরটি লাইন-৪ ও নারায়ণগঞ্জ সদরকে এমআরটি লাইন-২ প্রকল্প খুবই দরকারি ও গুরুত্বপূর্ণ । ‘অবহেলিত নারায়ণগঞ্জকে সব সময় অবজ্ঞা করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রতিদিন সার্ভে অনুযায়ী প্রায় ৬ লাখের অধিক মানুষ যেমন: কর্মজীবী, ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রী চলাচল করে থাকেন। ট্রেনের অপেক্ষা ও বাসের যানজটের বিরম্বনায় যাত্রী সাধারণের প্রতিদিন মূল্যবান কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য অবশ্যই এমআরটি লাইন-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে আর এমআরটি লাইন-৪ এ মদনপুরকে যুক্ত করতে হবে। যাতে মেট্রোরেলে অল্প সময়ে, কম খরচে গুলিস্তান, ঢাকা মেডিক্যাল,...