জাতীয়তাবাদী ছাত্রদল গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সারাদেশে ৭০টি নতুন কমিটি প্রকাশ করেছে। তার মধ্যে নোয়াখালী জেলার চাটখিল কামিল মাদ্রাসার কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। শেখ ফরিদ নামে এই কমিটির সিনিয়র সহসভাপতি যাকে করা হয়েছে, তিনি বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রানিং সাথী এবং চাটখিল উত্তর থানা শাখার অফিস সম্পাদক। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই কমিটি প্রকাশের পরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিতর্কের কেন্দ্রে থাকা শিবিরনেতা শেখ ফরিদ ২০২০ সালে চাটখিল কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষ করে বর্তমানে নোয়াখালী সরকারি কলেজে অধ্যয়ন করছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে নবগঠিত কমিটির ছবি পোস্ট করে শেখ ফরিদ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ফরিদ লেখেন, ‘গতকাল রাতে আমি এটা দেখতে পেলাম। এ ব্যাপারে আমি...