সুস্থ-সবল দিন শুরু করার পর হঠাৎ বুকে ব্যথা, আবার কখনো বুকে চাপ মানুষকে আতঙ্কিত করে ফেলে। মনে হয় এই যেন সব শেষ, মৃত্যু ঘনিয়ে এসেছে। এমনটা ঘটলে অনেকের প্রথমেই মনে হয় এটা হয়তো ‘মিনি’ হার্ট অ্যাটাক। এর কারণ হলো, দুটি অবস্থার উপসর্গ অনেকটা একই রকম হওয়ায় সাধারণ মানুষের পক্ষে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সব সময় এর পেছনে হৃদ্রোগ দায়ী নয়, অনেক ক্ষেত্রেই এর কারণ অ্যাসিড রিফ্লাক্স বা হজমজনিত সমস্যা।অ্যানেস্থেশিয়োলজি ও ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ কুনাল সুদ সম্প্রতি তার ইনস্টাগ্রাম ভিডিওতে হার্ট অ্যাটাক ও অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ আলাদা করে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, যেকোনও অস্বাভাবিক বুকের ব্যথা হালকাভাবে না নিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সেই সঙ্গে অ্যাসিড রিফ্লাক্স প্রতিরোধের জন্যও কিছু উপায় বলেছেন।ডা. সুদের মতে, বুকের ব্যথা...