বিএনপি ও জাতীয় নেতাদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদল। শনিবার বিকালে পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা নাসীরুদ্দীনের বিরুদ্ধে স্লোগান দেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভকারীরা জানান, বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। এ কারণে আগামী দিনে শাহরাস্তির মাটিতে তাকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে এমন মন্তব্য দুঃখজনক ও...