টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ওয়েস্ট ইন্ডিজের দাপট। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো ক্যারিবিয়ানরা যেকোনো দলের বিপক্ষে ব্যাটিংয়ে বিধ্বংসী হয়ে ওঠেন। সেই দলের বিপক্ষেই জয় পেয়ে ইতহাসে নাম লেখালো নেপাল। আইসিসির কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে নেপালের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ ছিল এটি। সেই সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো তারা। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) শারজাহতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে নেপাল। টসে হেরে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করে নেপাল। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। নেপালের এই ঐতিহাসিক জয়ের নায়ক তাদের অধিনায়ক রোহিত পাউড়েল। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট তুলে নেন ২৩ বছর...