জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন পদের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে। উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আগামী ১১ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার সকালে এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) ও নিয়োগ কমিটির সদস্য সচিব জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই তিন পদে আগামী ৩ অক্টোবর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে দুর্গা পূজা উপলক্ষে পরীক্ষা কেন্দ্র শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ থাকায় নতুন দিন ঠিক করা হয়েছে। আগামী ১১ অক্টোবর বিকাল ৩টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা গ্রহণ করা হবে। একই দিন, একই সময়ে কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষাও হবে। এ...