বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের ভিসা কীভাবে পাবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। উত্তর ইউরোপের সুন্দর সাজানো-গোছানো দেশটির কোনো দূতাবাস নেই বাংলাদেশে। ফলে আবেদন প্রক্রিয়া কিছুটা জটিল। তবে প্রয়োজনীয় নথিপত্র ঠিকঠাক থাকলে ভিসা অনুমোদনের হার যথেষ্ট ভালো। তাই উচ্চশিক্ষা, ভ্রমণ কিংবা উন্নত জীবনের আশায় ফিনল্যান্ড হতে পারে আপনার জন্য একটি আদর্শ গন্তব্য। ফিনল্যান্ড একটি শেনজেন দেশ, তাই সাধারণত শর্ট-টার্ম ভিসা (৯০ দিনের কম) হিসেবে শেনজেন ভিসা (টাইপ সি) আবেদন করতে হয়। এই ভিসার আবেদন বাংলাদেশে সুইডেনের দূতাবাসের মাধ্যমে প্রক্রিয়া করা হয়। তবে সুইডেনের দূতাবাস সরাসরি আবেদন গ্রহণ করে না; ভিএফএস গ্লোবালের (ঢাকা) মাধ্যমে আবেদন জমা দেওয়া হয়। আর লং-টার্ম ভিসার (যেমন- স্টুডেন্ট বা ওয়ার্ক) জন্য ফিনল্যান্ডের ইমিগ্রেশন সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হয় এবং পরিচয় যাচাই ও বায়োমেট্রিক্সের জন্য ভারতের নয়াদিল্লি যেতে...