বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু ২৮ সেপ্টেম্বর রোববার সকালে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নাস্তার টেবিলে মতবিনিময় করেন। সকাল ৯টার এই সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশে বিদ্যমান সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ–স্পেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগের সম্ভাবনা ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের সমর্থন আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগের ক্ষেত্রও বিস্তৃত...