শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭:১৯ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। শ্রীনগর: উপজেলায় গোসল করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাটে এঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. লিখন (২০)। সে ওই গ্রামের রমজান ঢালীর পুত্র। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম।স্থানীয়রা জানান, দুপুরে লিখন নৌকা নিয়ে গোসল করতে বাড়ির পাশের জলাশয়ে যায়। এসময় হাতে থাকা লগি ওপরে থাকা বিদ্যুৎ খুঁটির তারে জড়িয়ে গেলে গুরুতর আহত হন। পরে স্বজনরা লিখনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা: এসএম রাশেদুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।নিউজজি/এসডি শ্রীনগর: উপজেলায় গোসল করতে...