কর্মব্যস্ত জীবনে কাজের চাপ এখন নিত্যদিনের সঙ্গী। অফিসের ডেস্কে টানা কয়েক ঘণ্টা কাজ করার পরেও মানসিক শান্তি বজায় রাখা জরুরি। তাই সাময়িকভাবে মানসিক শান্তি পেতে সকলেই চান। সেজন্য কাজের জায়গাটিকে এমনভাবে সাজিয়ে নিন, যাতে ক্লান্তি ও উদ্বেগ কেটে যায় নিমেষেই। এই ক্ষেত্রে বেশ ভাল কাজ করে ইনডোর প্ল্যান্ট। অফিসের ডেস্কে ইনডোর প্ল্যান্ট রাখলে মানসিক শান্তি ও মনোযোগ বাড়ে। সঙ্গে বজায় থাকে মানসিক শান্তি এমনটাই মত দিয়েছে বিশেষজ্ঞরা। তাই আপনার কাজের জায়গা বা ডেস্ক সাজিয়ে নিন কিছু গাছ দিয়ে। অনেকে বলে থাকেন লাকি ব্যাম্বু সৌভাগ্য, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। এই গাছটি পানি বা মাটি-উভয় স্থানেই বেড়ে উঠতে পারে এবং এটির জন্য খুব সামন্য যত্নের প্রয়োজন হয়। ছোট ডেস্কের জন্য এটি একেবারে আদর্শ লাকি ব্যাম্বু। পিস লিলিপিস লিলি টক্সিন শোষণ করে বাতাস...