স্থাপত্য বিষয়ে তেমন কোনো ধারণা রিদওয়ান নূরের ছিল না। ছবি আঁকার ঝোঁক ছিল। আর ছিল পদার্থবিজ্ঞানে পড়ার স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়ার সুযোগও পান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগেও আসে ভর্তির সুযোগ। তবে ঢাকার মানিকদীর এক ছোট চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডায় ঠিক করেন—যেহেতু ছবি আঁকতে ভালোবাসেন, স্থাপত্যেই পড়বেন। পরে বুঝতে পারেন ছবি আঁকা আর স্থাপত্যে পড়া এক নয়। কিন্তু তত দিনে বিষয় হিসেবে স্থাপত্য ভালো লেগে গিয়েছিল। আর স্নাতক শেষে সেই বিষয়ের পড়াশোনাই তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক সম্মাননা। স্নাতক শেষ বর্ষে রিদওয়ানের থিসিস প্রকল্পের নাম ছিল ‘আরবান টিউন-আপ’। সম্প্রতি সেটিই পেয়েছে ‘গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস ২০২৫’–এর ‘গ্লোবাল উইনার’ স্বীকৃতি। গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস (জিইউএ) স্নাতক পর্যায়ের সম্মানজনক পুরস্কার। প্রতিবছর ২৫টি আলাদা বিভাগে দেওয়া হয় এই পুরস্কার। পৃষ্ঠপোষকতা করেন আয়ারল্যান্ডের...