শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চোর সন্দেহে এক যুবককে (৩৭) গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ রোববার ভোরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের নরকলিকাতা গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবক একই ইউনিয়নের অন্য একটি গ্রামের বাসিন্দা। নড়িয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার গভীর রাতে গ্রামের একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এমন সময় এলাকায় চোর প্রবেশ করেছে জানিয়ে চিৎকার শুরু করেন গ্রামের বাসিন্দারা। তখন ওই যুবক দৌড়ে আত্মরক্ষার জন্য পাশের একটি পুকুরে নেমে পড়েন এবং কয়েক ঘণ্টা অবস্থান করেন। পরে আজ ভোর পাঁচটার দিকে...