রবিবার (২৮ সেপ্টেম্বর) বার্তাসংস্থা মেহের নিউজ তার বরাতে এ তথ্য জানিয়েছে। বার্তাসংস্থাটি জানিয়েছে এই জেনারেল বলেছেন, যুদ্ধের প্রথম দুই-তিন দিন তাদের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্যের দুর্বলতা প্রকাশ পেয়েছিলো। কিন্তু এরপর তারা ঘুরে দাঁড়ান এবং যুদ্ধের শেষ দিকে ইসরাইলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে সমর্থ হন। তিনি দাবি করেছেন, বিদেশিদের পর্যবেক্ষণই বলেছে এ যুদ্ধে ইরান জয় পেয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধের প্রথম দুই-তিনদিন আমাদের দুর্বলতা ছিলো। কিন্তু চতুর্থদিন থেকে ভারসাম্য পরিবর্তন হয়ে যায় এবং শেষ দিনগুলোতে আমাদের আধিপত্যই ছিলো।’ তিনি আরও বলেছেন, ইসরাইল চেয়েছিলো ইরানকে অস্থিতিশীল করে তুলতে। এছাড়া তাদের সামরিক ও পারমাণবিক শক্তির দিক দিয়ে দুর্বল করে দিতে চেয়েছিলো। কিন্তু তারা এতে সফল হয়নি। এই জেনারেল আরও বলেছেন, তারা ইসরাইলিদের কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র এবং টার্মিনালগুলোতে আঘাত হানেন। এতে...