নাটোরের গুরুদাসপুরে জুস খেয়ে প্রাণ গেছে দুই বছর বয়সী এক শিশুর। এ ঘটনায় শিশুটির দাদিকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইকুড়ি গ্রামের শাহাদাত শাহের বাড়িতে ঘটে এ ঘটনা। শিশুটির মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে উপজেলার রোলভা গ্রামে জাহাঙ্গীর হোসেনের মেয়ে পায়েল খাতুনের সঙ্গে সোনাবাজু গ্রামের সখেনা বেগমের ছেলে শাকিল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পুত্রবধূর সঙ্গে কলহ চলছিল সখেনা বেগমের। প্রায়ই পুত্রবধূকে মারধর করতেন তিনি। কয়েকদিন আগেও এমন এক ঘটনায় রাগ করে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায় শাকিল হোসেন। মারা যাওয়া শিশুটির মা পায়েল খাতুন অভিযোগ করে বলেন, শনিবার উপজেলার ইকুড়ি গ্রামে এক মামা শ্বশুরের বাড়িতে বিয়ে...