লেবাননের হিজবুল্লাহ নেতা নাইম কাসেম ঘোষণা করেছেন, তারা কখনোই অস্ত্র সমর্পণ করবে না। ইসরাইলের বিমান হামলায় নিহত তৎকালীন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে তিনি এ ঘোষণা দেন। খবর আল জাজিরার। বৈরুতে নাসরুল্লাহর সমাধিস্থলে সমবেত হাজার হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেন নাইম কাসেম। এসময় হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বজায় রাখার ঘোষণা দেন তিনি। যদিও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের কারণে তারা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমরা কখনই আমাদের অস্ত্র ত্যাগ করব না। ইসরাইলকে সহায়তা করে এমন যেকোনো প্রকল্পের মুখোমুখি হবে হিজবুল্লাহ।’ তার এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন নতুন লেবানন সরকার প্রকাশ্যে ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছে। বৈরুতের উপকূলে নাসরুল্লাহ এবং তার উত্তরসূরি হাসেম সাফিউদ্দিনের (যিনি নাসরুল্লাহ নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর ইসরাইলি হামলায় মারা যান) ছবি...