চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের নয়ানী গ্রামে প্রবীণ শিক্ষক মাওলানা ইব্রাহীম মিজিকে ঘিরে মিথ্যা তথ্য প্রচার ও সম্মানহানির চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ বিষয়ে একটি গণমাধ্যমে কল্পকাহিনি সাজিয়ে প্রবীণ এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরো ঘটনাটিই ভিন্ন। যাদের সঙ্গে ঘটনা সাজানো হয়েছে, তারাই বলছেন মাওলানা ইব্রাহীম এই ঘটনার সঙ্গে জড়িত নন। শনিবার সকালে ওই গ্রামের মিজি বাড়িতে গিয়ে কথা হয় মাওলানা ইব্রাহীম, তার ভাতিজা মোক্তার মিজি এবং বিরোধপূর্ণ পক্ষের কয়েকজনের সঙ্গে। খোঁজ নিয়ে ও ঘটনার সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাওলানা ইব্রাহীমের ভাতিজা মোক্তার মিজির সঙ্গে প্রতিবেশী সোবহান বিশ্বাস গংদের জমির দখল নিয়ে বিরোধ হয়। সোবহান বিশ্বাস গংরা তাদের নতুন ঘর তোলার জন্য কাজ শুরু করেন। সেখানে মোক্তার মিজি দাবি...