রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে। সাত প্লাটুন বিজিবি জেলা সদরে মোতায়েন রয়েছে, যারা নিরাপত্তা নিশ্চিত করতে চলাচলকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। দোকানপাটও বন্ধ রয়েছে এবং সকালের দিকে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুক্রবার ও শনিবারের সহিংসতায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের জানান, তাদের মধ্যে ২১ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, শনিবার দুপুরে উপজেলা ইউএনও অফিস সংলগ্ন এলাকায় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে উত্তেজিত গোষ্ঠীকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনো খাগড়াছড়ি এলাকায় থমথমে পরিস্থিতি...