ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’খ্যাত অভিনেতা পবন কল্যাণ। ২০২৩ সালের ২৮ জুলাই মুক্তি পায় তার অভিনীত ‘ব্রো’ সিনেমা। এর ঠিক এক বছর পর অর্থাৎ গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। কিন্তু দর্শকদের হতাশ করে এটি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। পবন কল্যাণ অভিনীত নতুন সিনেমা ‘ওজি’। সুজিত নির্মিত এ সিনেমা ২৫ সেপ্টেম্বর বিশ্বের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তেলেগু ভাষার এই সিনেমা। আগের সিনেমা ব্যর্থ হলেও এ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দর্শকরা। মুক্তির প্রথম দিনে ব্যর্থতার গ্লানি মুছে বক্স অফিসে দাপট দেখিয়েছেন পবন কল্যাণ। তবে এখন বক্স অফিসে ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে সিনেমাটি।আরো পড়ুন:‘প্রত্যেক নিহতের পরিবার পাবে ২৭ লাখ টাকা’ব্যর্থতার গ্লানি মুছে বক্স অফিসে...