২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম চীন নতুন একটি আবহাওয়া উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। এই স্যাটেলাইটটি মূলত আবহাওয়া পূর্বাভাস, বায়ুমণ্ডলীয় রাসায়নিক বিশ্লেষণ এবং জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণে ব্যবহৃত হবে। নতুন উপগ্রহটির মাধ্যমে চীনের বৈশ্বিক পর্যবেক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই ফেংইয়ুন-৩০৮ উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। লং মার্চ-৪সি রকেটের মাধ্যমে ভোর ৩টা ২৮ মিনিটে এটি কক্ষপথে পৌঁছায়। এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো আবহাওয়া পূর্বাভাসের সময় কমানো, বৈশ্বিক জলবায়ু পর্যবেক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নতি করা। ফেংইয়ুন-৩০৮ উপগ্রহে মোট নয়টি রিমোট সেন্সিং যন্ত্র সংযোজিত হয়েছে। এর মধ্যে রয়েছে মাঝারি রেজোল্যুশনের স্পেকট্রাল ইমেজার, ইনফ্রারেড হাইপারস্পেকট্রাল বায়ুমণ্ডলীয় ডিটেক্টর এবং মাইক্রোওয়েভ ইমেজার। এই যন্ত্রগুলোর সাহায্যে...