২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে হামলা শুরু হয়। যা এখনো চলছে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করা হচ্ছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার হামলার পর রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজই সবচেয়ে বড় হামলা চালাচ্ছে রুশ বাহিনী। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো বলেছেন, রোববারের হামলায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। যারমধ্যে ১২ বছর বয়সী এক বালিকা রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বালিকার মৃত্যুর তথ্য জানায়নি ইউক্রেনের সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা জানিয়েছেন রাশিয়া কিয়েভে ‘বড়’ হামলা চালিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে কয়েকশ ড্রোন ও মিসাইল। রাশিয়াকে আটকাতে শাস্তিমূলক নিষেধাজ্ঞা...