জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভারতের সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘে পাকিস্তানের দ্বিতীয় সচিব মুহাম্মদ রশীদ বলেন, ‘নয়াদিল্লি শুধু ধারাবাহিকভাবে সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয়, এটি আঞ্চলিকভাবে দমনপ্রিয় ও হুমকিস্বরূপ।’ পাকিস্তান তার উত্তরাধিকারের অধিকার ব্যবহার করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জৈশঙ্কারের বক্তব্যের বিরুদ্ধে পাল্টা বক্তব্য দেন। রশীদ বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ৯০ হাজারেরও বেশি প্রাণ উৎসর্গ করেছে।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অন্যতম শক্তিশালী স্তম্ভ, যা আমার প্রধানমন্ত্রীও এই মঞ্চে উল্লেখ করেছেন।’ পাকিস্তান ও ভারত চারদিন ধরে কঠোর বিরোধে জড়িয়েছে- যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র। যেখানে নয়াদিল্লির অপ্রয়োজনীয় হামলার জের, যা ঘটে ভারতীয় দখলাধীন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী ঘটনার পরে। ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে থাকে, যা ইসলামাবাদ জোরালোভাবে অস্বীকার করেছে। রশীদ বলেন, ‘ভারত নিজেই সীমান্তের...