লক্ষ্মীপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। এরই মধ্যে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ সম্পন্ন করেছেন কারিগররা। এ বছর জেলার চন্দ্রগঞ্জ থানার ১৫টিসহ পাঁচটি উপজেলায় মোট ৭৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনীসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পূজা উদযাপন কমিটির বরাতে জানা যায়, রোববার মহাষষ্ঠীতে দেবী দুর্গাকে আগমনের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব।লক্ষ্মীপুরের বিভিন্ন মণ্ডপে শনিবার গভীর রাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রতিমার সাজসজ্জার কাজ সুসম্পন্ন হয়েছে। শহরের বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা যায়, পূজা উদযাপন কমিটির সদস্যরা ও প্রতিমা শিল্পীরা বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ প্রতিমায় তুলির শেষ আঁচড় দিচ্ছেন, কেউ করছেন মণ্ডপের...