বরগুনায় প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হৃদয় হাওলাদার (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি মারা যান। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। জানা গেছে, হৃদয় হাওলাদার বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের বঙ্কিম হাওলাদারের ছেলে। তিন দিন আগে সামান্য জ্বর নিয়ে বামনার রুহিতা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে শনিবার বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথে রাজাপুর এলাকায় হৃদয় মারা যান। রবিবার (২৮ সেপ্টেম্বর) বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন। তালতলী ৯ বামনা ৪ এবং পাথরঘাটায় আক্রান্ত...