ভারতীয় সংগীতের আকাশে তিনি ছিলেন এক চিরন্তন নক্ষত্র। মধুবালার ঠোঁট থেকে কারিনা কাপুরের পর্দায়-প্রজন্ম পেরিয়ে গানের জাদুতে যিনি অমর হয়ে আছেন, তিনি লতা মঙ্গেশকর। সাত দশকেরও বেশি সময় ধরে কণ্ঠের সুরে তিনি জয় করেছেন কোটি শ্রোতার মন। তবে সংগীতজীবনের আলোকচ্ছটায় ঢাকা পড়ে গেছে অনেক অজানা অধ্যায়, যা খুব কম মানুষেরই জানা। জন্মদিনে সেই জানা–অজানা গল্পগুলো আবারও মনে করিয়ে দেয়, কেন লতা মঙ্গেশকর শুধুই গায়িকা নন, তিনি এক যুগের প্রতীক। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে বেঁচে থাকলে ভারতীয় সংগীতের জীবন্ত কিংবদন্তি লতা মঙ্গেশকর আজ পূর্ণ করতেন ৯৫ বছর। ১৯২৯ সালের এই দিনে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেওয়া এই কণ্ঠশিল্পী প্রায় সাত দশক ধরে কোটি শ্রোতার হৃদয়ে রাজত্ব করেছেন। শুধু ভারতেই নয়, তার কণ্ঠ পৌঁছে গেছে বিশ্বসংগীতের দরবারে। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি শেষনিঃশ্বাস...